Lightshot দিয়ে ১ সেকেন্ডে পিসিতে স্ক্রিনশট নিন | screenshot on pc software



Screenshot নেয়ার জন্য অনেক Plugin ও Software থাকলেও Lightshot সফটওয়্যারটি আমি বেছে নিয়েছি। এর কারণ অন্যান্য সফটওয়্যারগুলো কিছুটা ভারী ও স্ক্রিনশট প্রসেস অনেক কঠিন। দ্রুত স্ক্রিনশট নিতে Lightshot বিকল্প নেই। খুব সহজ প্রসেসিং এবং খুব কম এমবির সফটওয়্যার।এক ক্লিক করে খুব সহজে স্ক্রিনশট নেয়া যায় এবং স্ক্রিনশটনেয়ার সময় মার্কিং বা কোনো বিষয় ফোকাস করার টুলস গুলো একই সাথে Show করে। ফলে সময় নষ্ট হয় না। যা অনলাইন ছোটো ছোটো মার্কেটপ্লেসে কাজ করেন, তাদের প্রায় সময় স্ক্রিনশট নিতে হয়। অনেক সময় এমনও হয় যে, স্ক্রিনশট নিতে নিতে কাজের সময় শেষ হয়ে যায়। তাই আমি আপনাদের সাজেস্ট করবো Lightshot ব্যবহার করার জন্য। লাইটশট সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ