ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকিট যেভাবে কাটবেন

ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী, dhaka cox's bazar train, dhaka cox's bazar train ticket price, dhaka cox's bazar train schedule, dhaka cox's bazar railway, dhaka to cox's bazar train ticket online, online train ticket, online train ticket bd,online train ticket booking, online train ticket check, ঢাকা কক্সবাজার ট্রেন টিকেট, ঢাকা কক্সবাজার ট্রেন ভাড়া, ঢাকা কক্সবাজার ট্রেনের ভাড়া, ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভাড়া কত, ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৩,ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকেট মূল্য, ট্রেনের টিকিট কাটার নিয়ম

দীর্ঘ প্রতিক্ষার পর চলতি বছরের ১২ নভেম্বর থেকে চালু হয়েছে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ। এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি প্রকাশ বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। ট্রেনটির নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি সিট থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।

ঢাকা কক্সবাজার ট্রেনের সময়সূচি

‘কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারে পৌঁছবে ভোর ৬টা ৪০ মিনিটে। আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।

ঢাকা কক্সবাজার ট্রেনের ভাড়া

ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা ও এবং স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম ১ হাজার ৭২৫ টাকা জনপ্রতি।

তবে ননস্টপ ট্রেনের ক্ষেত্রে শোভন চেয়ার ৫০ টাকা ভাড়া বাড়বে। একই সঙ্গে স্নিগ্ধা, প্রথম শ্রেণি, এসি বার্থের ভাড়াও ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়বে।

অনলাইনে ট্রেনের টিকিট

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও ‘রেল সেবা’ মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যাবে। প্রতি যাত্রায় এক আইডির বিপরীতে ৪টি টিকিট সংগ্রহ করা যাবে। ‘রেল সেবা’ অ্যাপ ও রেলওয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টিকিট সেবা নেয়া যাবে। তবে ৪ এর অধিক টিকিট সংগ্রহ করতে আলাদা ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্ট খুলে একাধিক টিকিট সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েব সাইট : eticket.railway.gov.bd

রেল সেবা অ্যাপ : Rail sheba app

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ