bit.ly link সঠিকভাবে কাজ করছে না?



bit.ly খুব জনপ্রিয় একটি URL Shortener ওয়েবসাইট যা দিয়ে খুব সহজে বড় একটি URL লিংক খুব ছোট করে ফেলা যায়। দীর্ঘদিন যাবৎ এটি ব্যবহার করে আসলেও ইদানিং বাংলাদেশ থেকে bit.ly'র পুরনো লিংক ওপেন করা যাচ্ছে না। এমনকি অন্য দেশ থেকে তৈরি করা নতুন লিংকেও প্রবেশ করা যাচ্ছে না।

যারা ছোট ছোট মার্কেট প্লেসে কাজ করেন তারা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক লিংকে প্রবেশ করতে না পারায় কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই এর সমাধান করতে আজকের পোস্ট...
বিটলি লিংক এক্সপান্ড (কনভার্ট) করতে কয়েকটি ওয়েবসাইটের সহযোগিতা নেওয়া যেতে পারে।

urlex.org

checkshorturl.com

linkexpander.com

উপরের যে কোনো সাইটে প্রবেশ করে বিটলি লিংকটি এক্সপান্ড বক্সে পেস্ট করুন এবং Expand এ ক্লিক করার পরে যে লিংকটি আপনাদের Provide করবে সেই লিংকটি কপি করে আপনি আপনাদের কাজ চালাতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ