প্রথমেই আপনাদের উদ্দেশে বলছি, দয়া করে পুরো পোস্টটি ধৈর্যসহকারে পড়–ন, আশা করি আপনিও আয় করতে পারবেন। আজ যে সাইটের কথা বলবো সেটি একটি 'পিটিসি' সাইট। পিটিসির ফুল মিনিং হচ্ছে ‘পেইড টু ক্লিক’। অর্থাৎ ক্লিকের বিনিময়ে আয়। হয়তো আমরা অনেকেই পিটিসি সম্পর্কে জানি আবার অনেকেই জানি না। অনেকর ধারনা, পিটিসি সাইট ভুয়া হয়ে থাকে। আর আমি বলবো এটা সত্য না। কারণ আমি সহ অনেকেই পিটিসি সাইটে কাজ করে আয় করছি।
তবে কিছু সাইট আছে যেগুলো কিছু দিন থাকার পর স্ক্যাম করে। আবার অনেক ভালো সাইট আছে যেগুলো ১০/১২ বছর আগে থেকে এখন পর্যন্ত সচল আছে।
সাইট লিংক : wad.ojooo.com
পিটিসি সাইট আপনাকে কেন পেমেন্ট দিবে?
পিটিসি সাইট আপনাকে কাজের বিনিময়ে পেমেন্ট দিবে। তারা আপনাকে তাদের পকেট থেকে টাকা দিবে না। যেহেতু আপনাদের দিয়ে তাদের আয় হচ্ছে সেহেতু আপনাদের পেমেন্ট না দেওয়ার কোনো কারণ নেই। তারা আপনাকে তাদের ইনকামের একটা অংশ দিচ্ছে মাত্র।
কাজ কি?
পিটিসি সাইটে বিজ্ঞাপন দেখার মাধ্যমে আয় হয়। এক শ্রেণির লোক সাইটে অর্থের বিনিময়ে বিজ্ঞাপন দেয়, প্রচারের জন্য। আরেক শ্রেণির লোক যারা ওই বিজ্ঞাপন দেখে আয় করে থাকেন। ইচ্ছে করলে আপনিও আপনার ওয়েবসাইট অথবা যে কোনো সোস্যাল সাইটের প্রমোট করতে পারেন।
কেমন আয় করা সম্ভব?
পিটিসি সাইটে বিজ্ঞাপন অনুসারে প্রতি ক্লিকে $০.০০১ থেকে $০.০১ ডলার পর্যন্ত দিয়ে থাকে। প্রতিদিন ১০-২৫ বা তার বেশি বিজ্ঞাপন থাকবে। এর মধ্যে ৪/৫ টা ফিক্সড বিজ্ঞাপন থাকে যেগুলোতে প্রতিদিন অবশ্যই ক্লিক করতে হবে। সব বিজ্ঞাপনে ক্লিক না করলেও ফিক্সড বিজ্ঞাপনে অবশ্যই ক্লিক করতে হবে।
তাহলে ধরুন প্রতিদিন আপনি ১০টি বিজ্ঞাপনে ক্লিক করলে তাহলে ১০ গুণ $০.০০২ ডলার = $০.০০২ সেন্ট প্রতিদিন।
এখন প্রশ্ন হচ্ছে এতো কম ইনকাম? এবার আসুন কিভাবে ইনকাম বাড়ানো যায় তা দেখে নিই। এর আগে বলে রাখি পিটিসি সাইটে ইনভেস্টে ছাড়া কাজ করলে ২/৩ মাস অপেক্ষা করতে হবে ভালো একটা ইনকামের জন্য।
মূল আয় রেফারেল থেকে!
পিটিসি সাইটের মূল ইনকাম হয় রেফারেল থেকে। এখন ভাবছেন এতো রেফারেল পাবো কোথায়? চিন্তার কারণ নেই। এখান থেকে আপনি টাকার বিনিময়ে রেফারেল ভাড়া করতে পারবেন, যাকে রেন্ট রেফারেল বলা হয়।
এখন থেকে $০.২০ সেন্টের বিনিময়ে ১টি করে রেফারেল ভাড়া করতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি প্রতিদিন ১০ টা বিজ্ঞাপনে ক্লিক করলেন ১০ গুণ $০.০০২ সেন্ট = $০.০২ সেন্ট গুণ ২০ দিন = $০.৪০ সেন্ট। $০.৪০ সেন্ট দিয়ে আপনি ১ মাসের জন্য দুইটি রেফারেল ভাড়া করলেন। ১০ দিনের মাথায় আপনি ২টি রেফারেলের মাধ্যমে $০.২০ সেন্ট ইনকাম হবে। সেই ২০ সেন্ট ও দশ দিনে আপনার উপার্জন করা ২০ সেন্ট = ৪০ সেন্ট দিয়ে আবার ২টি রেফারেল কিনুন।
এভাবে রেফারেলের ২ মাসের মধ্যে ৫০-১০০ রেফারেল করতে পারলে আপনায় আয় দাড়াবে মাসে ৩০ ডলার। আবার ৩০ ডলার যদি রেফারেলে ইনভেস্ট করেন তাহলে মাস শেষে আপনার আসবে ৪৫ ডলার। এভাবে করে মোটামুটি ১০০ ডলার ইনভেস্টমেন্ট থাকলে প্রতি মাসে ৫০/৬০ ডলার প্রফিট আসবে। আপনি যদি আর রেফার না কিনতে চান তাহলে। ১০০ ডলার ইনভেস্ট করে যে প্রফিট হবে সেই প্রফিটটি তুলে নিয়ে মূল ১০০ ডলার আবার ইনভেস্ট করুন।
ধৈর্য না থাকলে সামান্য টাকা ইনভেস্ট করবেন
প্রথমেই বলে রাখি যে, এই সাইটে টাকা ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই। এটা বর্তমান সময়ের নাম করা ভালো ও বিশ্বস্থ কোম্পানি। আপনি একটি একাউন্ট খুলুন। একাউন্ট খুললে আপনি হবেন একজন Standard Member তারপর ২০ ডলার দিয়ে ১০০ জন রেন্ট রেফারেল কিনুন। এতে করে প্রতিদিন আপনার ১ ডলার করে আয় হবে।
এর পরের স্টেপ হচ্ছে আপনার আপনার একাউন্টটি আপগ্রেড করা। স্ট্যান্ডার্ড থেকে ৪০ ডলার দিয়ে প্রিমিয়াম প্যাকেজ কিনে নিতে হবে। এতে আপনার আয় দ্বিগুণ হবে এবং আনলিমিটেড রেফারেল কিনতে পারবেন। স্ট্যান্ডার্ড একাউন্টে যদি ১ ডলার করে প্রতিদিন আয় হয় তাহলে এখন ২ ডলার করে আয় হবে। এরপর ২ সপ্তাহ টার্গেট করুন। ২ সপ্তাহে ৩০ ডলার আয় হবে এবং ৩০ ডলার দিয়ে আরও ১৫০ রেফারেল কিনে নিন। তাহলে আপনার মোট রেফারেল ২৫০ হবে। ২৫০ রেফারেলে প্রতিদিন ৫ ডলার করে আয় হবে। এভাবে আপনি ১ হাজার রেফারেল টার্গেট করুন। ১০০০ রেফারেলে প্রতিদিন ২০ ডলারের বেশি আয় হবে। ২০ গুণ ৩০ = ৬০০ ডলার মাসিক আয়। এর থেকে প্রিমিয়াম মেম্বারশিপ বাবদ ৪০ ডলার ও রেফারেল বাবদ ২০০ ডলার বাদ দিলে প্রতি মাসে ৩৬০ ডলার থাকবে।
এবার হিসাবে আসুন ৩৬০ ডলার প্রতি মাসে আয় হলে বাংলা টাকায় ৩০,২৪০ টাকা হয়। আর এটা হচ্ছে আপনার ২/৩ মাসের কষ্টের ফল।
রেন্ট রেফারেল যদি কাজ না করে?
যদি আপনি গোল্ডেন মেম্বার হন তাহলে রেন্ট রেফারেল রিসাইকেল করার দরকার নেই। কারণ রেন্ট রেফারেল ১৪ দিন ক্লিক না করলে গোল্ডেন মেম্বার হিসেবে আপনাকে বিনা টাকায় রিসাইকেল করে দিবে। এতে আপনার কোনো ফি লাগবে না। আপনি কেবল রেফারেলদেরকে কিনতে থাকুন।
২০০০ রেন্ট রেফারেল হলে আপনার প্রতিদিনের ইনকাম হবে ৩৫-৪৫ ডলার। গড়ে ৪০ ডলার হলে মাসে হবে ৪০ গুণ ৩০ = ১২০০ ডলার। এই ডলার থেকে রেন্ট রেফারেলদের খরচ বাবদ লাগবে ৪০০ ডলার। বাকী থাকল ৮০০ ডলার। মেম্বারশিপ বাবদ আরও ৪০ ডলার বাদ যাবে। তাহলে থাকলো ৭৬০ ডলার। তার মানে আপনার মাসিক ইনকাম দাড়ালো ৭৬০ গুণ ৮৪ = ৬৩৮৪০ টাকা।
0 মন্তব্যসমূহ