অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আইফোন কিংবা স্যামসাংয়ের মতো ফ্লিপ ফোনগুলো যখন সর্ব সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে তখন ফ্লিপ ফোনের মতো দেখতে স্বল্প বাজেটে ফ্লিপ ফোনের অনুভূতি দিতে Snexian নিয়ে এসেছে Rock মডেলের ফিচার ফোন।
স্বল্প বাজাটে ফ্লিপ ফোনের অনুভূতি দিতে ফিচার ফোনটি ডিজাইন করা হয়েছে হুবহু ফ্লিপ ফোনের আদলে। Snexian ROCK Z মডেলের ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চি ভিজিএ ডিসপ্লে। ৩ হাজার এমপিআর ব্যাটারীর সঙ্গে ফোনটিতে রয়েছে ডুয়াল সিম, Camera, Wireless FM radio, MP3 Player এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক।
৩ মাসের ওয়ারেন্টিসহ গোল্ডেন ও অ্যাস কালারে পাওয়া যাবে ফোনটি। তবে এটি এখনো বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়ার মার্কেটে পাওয়া যাচ্ছে এটি। তবে কয়েক মাসের মধ্যে বাংলাদেশেও এটি সহজলভ্য হবে।
ইউনিক এ ফোনটি Amazon.in তে পাওয়া যাচ্ছে। Amazon.in থেকে ফোনটি নিতে ভিজিট করতে পারেন নিচের লিংকে।
লিংক
টেক বিষয়ক নিউজ পেতে ভিজিট করুন : www.newsjourneybd.com
0 মন্তব্যসমূহ