অনলাইনে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করুন নিজেই

ভ্রমণ ট্যাক্স, ভ্রমণ ট্যাক্স কত, ভ্রমণ ট্যাক্স ২০২৩, ভ্রমণ ট্যাক্স ইন্ডিয়া ২০২৩, ইন্ডিয়ান ভ্রমণ ট্যাক্স কত টাকা, ট্রাভেল ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স কত, ট্রাভেল ট্যাক্স অনলাইন, travel tax, travel tax online, travel tax payment, travel tax payment online, travel tax,philippine travel tax,travel tax online,online travel tax,travel,travel tax online bd,travel tax payment,travel tax exemption,pay travel tax online,sonali bank travel tax,how to pay travel tax online,travel tax bd,bangladesh to india travel tax,nbr travel tax,travel tax fee,travel tax free,travel tax 2023,india travel tax,travel tax refund,travel tax sonali bank,tax,travel nurse taxes,

ভারত ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে দ্বিগুন ট্যাক্স গুনতে হবে। আগে ১২ বছরের ঊর্ধ্বে ভ্রমণকারীদের ভ্রমণ ট্যাক্স ছিল ৫০০ টাকা। যা নতুন অর্থবছরে ১০০০ টাকা করা হয়েছে। ৫-১২ বছরের ভ্রমণকারীদের ক্ষেত্রে ২৫০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

প্রতিবেশী দেশ ভারত, ভুটান, নেপাল ও মিয়ানমারে ভ্রমণের ক্ষেত্রে একই চার্জ প্রযোজ্য হবে। তবে বিদেশ ভ্রমণের পূর্বে অবশ্যই ট্রাভেল ট্যাক্স প্রদান করতে হবে। এক্ষেত্রে অনেক স্থলবন্দরে ট্রাভেল ট্যাক্স দেয়ার ব্যবস্থা রয়েছে। সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স নিয়ে থাকে।

অনলাইনে ট্রাভেল ট্যাক্স জমা দিন

অনলাইনেও দেয়া যাবে ট্রাভেল ট্যাক্স। এক্ষেত্রে সময় ও ভোগান্তি দুটোই কমবে। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ট্রাভেল ট্যাক্স ফরমটি ফিলাপ করার পর পেমেন্ট সম্পন্ন করে পিডিএফ ফাইলটি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা রিসিটটি দিয়ে ভ্রমণ করা যাবে বিমানবন্দর কিংবা স্থলববন্দর দিয়ে।

ট্রাভেল ট্যাক্স জমা দেয়ার লিংক: Travel Tax form

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. এত সুন্দর এবং ইনফরমেটিভ ইনফরমেটিভ আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। IBA কি? IBA তে কারা পড়তে পারবে?

    উত্তরমুছুন
  2. উপকৃত হলাম ভাই। ধন্যবাদ

    উত্তরমুছুন