ছবি তুলতে পছন্দ করে না, এমন লোক খুঁজে পাওয়ার কষ্টকর। তবে সেই ছবি তোলাই যদি পেশা হয় তবে কেমন হবে? ফটোগ্রাফি বর্তমান সময়ের একটি স্মার্ট পেশা। তবে শখের পাশাপাশি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চাইলে ফটোগ্রাফিতে থাকতে হবে মৌলিক কিছু জ্ঞান। মৌলিক জ্ঞান অর্জনের জন্য করা যেতে পারে ফটোগ্রাফি কোর্স। প্রশিক্ষণ শেষে সাফল্য নির্ভর করবে আপনার কাজের ওপর। যে যত বেশি কাজ করবে, তার অভিজ্ঞতা তত দ্রুত বাড়বে। ফটোগ্রাফিতে স্বল্পমেয়াদি কোর্স, অ্যাডভান্স ফটোগ্রাফি কোর্স, ডিপ্লোমাসহ নিতে পারেন গ্র্যাজুয়েশনও।
ফটোগ্রাফিতে ভালো দক্ষতা দেখাতে পারলে তার জন্য অবারিত কর্মক্ষেত্র রয়েছে। বিভিন্ন ক্যাটেগরির ফটোগ্রাফি রয়েছে, যেমন: ওয়েডিং ফটোগ্রাফি, ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাক্ট ফটোগ্রাফি এবং গ্ল্যামার ফটোগ্রাফি। এছাড়াও বাংলাদেশের ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াতেও রয়েছে এর ব্যাপক চাহিদা। ফটোগ্রাফি নিয়ে সারা বিশ্বে প্রতিযোগিতা হয়ে থাকে। একজন ফটোগ্রাফার তার সৃজনশীলতা প্রদর্শন করে লুফে নিতে পারেন আন্তর্জাতিক খ্যাতি।
ভালো ফটোগ্রাফাররা অনেকেই ফ্রিল্যান্সিং করে থাকেন। ফলে তাদের বেতন সেভাবে নির্দিষ্ট থাকে না। কাজের ওপর অর্থ নিয়ে থাকেন। এতে প্রথমাবস্থায় ইনকাম কম হলেও পরবর্তীতে তা লাখ টাকা ছাড়িয়ে যায়। সৃজনশীল ফটোগ্রাফি করে ব্যক্তিগত তোলা ছবি বিক্রি করেও ভালো বড় অংকের উপার্জনের সুযোগ রয়েছে এ পেশায়।
আরও পড়ুন...
- অনলাইনে ফটোগ্রাফি করে উপার্জন

0 মন্তব্যসমূহ