Bestchange Affiliate থেকে আয়


বিভিন্ন দেশি-বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের বিশ্বস্ত সাইটগুলো খুঁজে বের করে গ্রাহকদের প্রতারিত হওয়া থেকে ঠেকানোই হচ্ছে BestChange এর কাজ। এই সাইটি বিভিন্ন এক্সচেঞ্জ সাইটের লিস্ট তাদের ওয়ালে পোস্ট করে থাকে, যেগুলো খুবই বিশ্বস্ত। কোনো সাইট যদি স্ক্যাম করে তাহলে তারা তাদের সাইট থেকে সেটি মুছে দেয়। কোন সাইট কতো দিন ধরে অনলাইনে, কতোটা বিশ্বস্ত এবং কতো ডলার রিজার্ভ আছে এসব তথ্যও BestChange সাইটে সরাসরি প্রদর্শিত হয়। এটি একটি থার্ডপাটি ওয়েবসাইট হিসেবে কাজ করে। ফলে আপনি/আমি নিশ্চিন্তে ডলার ক্রয়-বিক্রয় করতে পারি। একে একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেসও বলা যায়। BestChange শুধু সেইসব সাইটগুলোই তাদের লিস্টে এড করে, যেসব সাইট খুব বিশ্বস্ত। এ সাইটে গিয়ে ফ্রিল্যান্সাররা অতি সহজেই বিভিন্ন কারেন্সি কনভার্ট ও এক্সচেঞ্জ করতে পারেন।

এখন আসি অন্য কথায়, BestChange আপনাকে দিচ্ছে Affiliate করে আয়ের সুযোগ। BestChange-এ সাইনআপ করে আপনাকে দেওয়া অ্যাফিলিয়েট লিংকটি শেয়ার করলেই আপনার ইনকাম হবে। আর পেমেন্ট নিয়ে ভাবনার কিছু নেই। BestChange ১ ডলার হলেই আপনাকে পেমেন্ট করবে। এটি খুবই বিশ্বস্ত সাইট, অনলাইনে অসংখ্য পেমেন্টপ্রুফ, রিভিউ ও ভিডিও পাবেন।
এখান থেকে আপনি ভালো পরিমাণ আয় করতে পারবেন, যদি আপনার একটু মার্কেটিং কৌশল জানা থাকে। আপনার এফিলিয়েট লিংকে যদি কেউ প্রবেশ করে তাহলে আপনি ০.০১-০.০২ সেন্ট করে পাবেন। আপনার পারফরম্যান্স যদি ভালো হয় তাহলে প্রতি ভিজিটরে আপনি ০.০৫ সেন্ট করে পেতে পারেন। ১০০ সেন্ট-এ ১ ডলার।
 
আপনার ইনকাম বাড়াতে আপনি আপনার এফিলিয়েট লিংকসহ একটি পোস্ট লিখে ফেলতে পারেন এবং ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আপনি প্রচুর পরিমাণ ভিজিটর নিয়ে আসতে পারেন। তবে ভিজিটর ইউনিক হতে হবে।
 
যাদের বড় ফেসবুক গ্রুপ বা ফ্যানপেজ রয়েছে তারা অনায়াসেই ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। ইচ্ছে হলে ইউটিউবে ভিডিও বানিয়েও পাবলিস্ট করতে পারেন।

সাইট লিংক : Best Change