খুব সহজে ট্রান্সফার করুন যে কোনো ভারি ফাইল


অতিরিক্ত ভারি যে কোন ফাইল বা ফোল্ডার ট্রান্সফার করতে আমরা গুগল ড্রাইভ ব্যবহার করি। কিন্তু এতে রয়েছে কিছু সমস্যাও। যখন একটি জিমেইল থেকে বড় একটি ফাইল ট্রান্সফার করা হয় তখন জিমেইল ছাড়া অন্য মেইল থেকে সেটি ডাউনলোড করা যায় না। অর্থাৎ আপনার যদি ইয়াহু মেইল হয়ে থাকে তাহলে আপনি ডাউনলোড করতে পারছেন না। এক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। গুগলের ফাইল ডাউনলোড করতে হলে গুগলের জিমেইল থেকেই ডাউনলোড করতে হবে।

গুগল ড্রাইভের বিকল্প

wetransfer.com একটি ফাইল ট্রান্সফার সাইট। এখান থেকে অতি ভারি যে কোন ফাইল খুব সহজে ট্রান্সফার করা যায়। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নতুন এক ফর্মুলা অনুসরণ তৈরি করা হয়েছে সাইটি। এখানে আপনার ফাইল বা তথ্য কাঙ্খিত ব্যক্তি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না।

যে ফাইলগুলো সেন্ট করা হয় সেগুলো তাৎক্ষনিক তাদের নিজস্ব সার্ভারে জমা থাকে। মেইল গ্রহীতা ইমেইলটি যখন ডাউনলোড করবে তখন wetransfer.com-এর সার্ভার থেকে ডাউনলোড হবে।

এখানে নির্ধারিত একটি সময় পর্যন্ত আপনার ফাইলটি রাখা হবে। এরপর সাইট কর্তৃপক্ষ পর্যায়ক্রমিকভাবে তাদের ডাটা সার্ভার ক্লিন করে থাকে।