অনলাইনে আয়ের অনেক মাধ্যম রয়েছে। এর মধ্যে অন্যতম সিপিএ মার্কেটিং। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল ইসলাম
সিপিএ মার্কেটিংয়ের পূর্ণ রূপ ‘কস্ট পার অ্যাকশন’। সিপিএ মার্কেটিংয়ের বেলায় আপনাকে নানা অফার দেওয়া হবে। ধরুন, একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এর বিনিময়ে ডাউনলোড বাবদ আপনি পাবেন তিন ডলার। সিপিএ মার্কেটিংয়ের ভাষায় একে বলা হয় ‘অ্যাকশন’।
কেমন আয় সম্ভব
আয় নির্ভর করবে আপনার কাজের ওপর। তবে নিয়ম মেনে নিয়মিত কাজ করলে মাসে হাজার ডলারের বেশি আয় করতে পারবেন। অন্যথায় এক ডলারও আয় করা সম্ভব নয়।
আপনি যদি তিন ডলারের একটি অফার নিয়ে কাজ করেন, তাহলে প্রতিদিন ২০টি অ্যাকশন সম্পন্ন করতে পারলে পাবেন ৬০ ডলার। একদিনে যত খুশি তত অ্যাকশন সম্পন্ন করতে পারবেন।
অফার
১. পে পার ডাউনলোড: সাধারণত এ ধরনের অফারের মধ্যে থাকে সফটওয়্যার, ই-বুক, গেম ডাউনলোড।
২. পে পার লিড: এক্ষেত্রে সাইনআপ, ই-মেইল সাবমিট প্রভৃতি অফার দেওয়া হয়। যেমন, কোনো ই-কমার্স ওয়েবসাইটের চাহিদা অনুযায়ী সদস্য বাড়াতে হবে। এখন আপনি ওই সাইটে সদস্য বাড়ানোর বিনিময়ে আয় করতে পারবেন।
৩. পে পার স্কেল: এখানকার অফারগুলো বিক্রয়কেন্দি ক। অর্থাৎ আপনার রেফারেন্সে যদি কোনো প্রতিষ্ঠানের পণ্য বিক্রি হয়, তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পে করা হবে।
আরও কয়েক ধরনের অফার রয়েছে। এগুলোর মধ্যে সার্ভে, ফিন্যান্সিয়াল, মোবাইল অ্যাপ, ক্যাজুয়াল ডেটিং, হেলথ অ্যান্ড বিউটি, গেমিং, পিন সাবমিট, ট্রাভেল, ই-কমার্স অন্যতম।
যেখানে পাবেন
বিশ্বে প্রায় ৫০০ সিপিএ মার্কেটপ্লেস রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সিপিএ নেটওয়ার্ক হচ্ছে ম্যাক্সবাউন্টি, পিয়ারফ্লাই, নেভারবø–, অ্যাফিলিয়াক্স, ক্লিকবুথ, ক্লিকডিলার। এগুলোর অ্যাকশন রেট তুলনামূলক বেশি। তবে অ্যাকাউন্ট পাওয়া খুব কঠিন।
এসব মার্কেটপ্লেসে নবীনদের টিকে থাকা কঠিন। কোনো রাখঢাক ছাড়াই বলা যায়-এরা নবাগতদের নিয়ে কাজ করে না। এসব মার্কেটে কাজ করতে চাইলে এক্সপার্ট হতে হয়। তাই নতুনদের এসব নেটওয়ার্কে কাজ না করাই ভালো।
চিন্তার কিছু নেই। নবিসদের জন্যও কিছু ভালো সিপিএ নেটওয়ার্ক আছে। পেফুল, ৪অফার, অ্যাডওয়ার্কমিডিয়া, পেলিড, পেগ্রিপ, পেলিডার, অ্যাডসেনমিডিয়া প্রভৃতি নতুনদের নিয়ে কাজ করে। শুরুতে আপনি এসব সাইটে কাজ করতে পারেন।
স্মার্টফোন দিয়েও সিপিএ মার্কেটিংয়ের কাজ করা যায়। কিছু মোবাইল সিপিএ নেটওয়ার্ক, যেমন-ইয়ামোবি, ক্লিকসমব, মাটোমি, ক্লিকডিলার, আভাজু, প্রাইভেট, এক্সচেঞ্জ (এপিএক্স), গোওয়াইড।
সাইটের রিভিউ
অনলাইনে ব্যাঙের ছাতার মতো অনেক সাইট গড়ে উঠেছে। এখন আপনি বিশ্বস্ত সাইট খুঁজে বের করবেন কীভাবে? অ্যাফপেয়িং ডটকম (অভভঢ়ধুরহম.পড়স) সাইট থেকে নানা সাইটের রিভিজ দেখে নিতে পারেন। এতে করে আপনি সহজে সাইট নির্বাচন করতে পারবেন।
অফার সিলেকসন ও অ্যানালাইসিস
নানাভাবে অফার সিলেকশন ও অ্যানালাইসিস করা যায়। সরাসরি আপনার নেটওয়ার্ক থেকে পছন্দের অফার সিলেকশন করতে পারেন। এছাড়া অ্যাফপ্লাস, অফারভল্ট, ওডিগার-এর সাহায্য নিতে পারেন। এগুলোতে সিপিএ অফার বিস্তারিতভাবে বর্ণনা করা থাকে।
পেমেন্ট
একেক সাইট একেকভাবে পে করে থাকে। যেমন পেপল, পেইজা, পাইওনিয়ার প্রভৃতি ব্যাংক ট্রান্সফার করে।
বর্তমানে বাংলাদেশে পেপল না থাকায় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। এছাড়া কিছু কিছু সিপিএ নেটওয়ার্ক চেকের মাধ্যমেও পে করে থাকে।

0 মন্তব্যসমূহ