স্মার্টফোন কেনার সময় আমরা অনেকে ভাবনায় পড়ে যাই, কোন ফোন কিনবো। সেই ভাবনা দূর করতে আজ থাকছে কম দামে আকর্ষণীয় স্মার্টফোন ‘শাওমি রেডমি ৭’-এর রিভিউ।
শাওমি রেডমি ৭ : কম দামে এই ফোনটি পারফেক্ট। মাত্র ১২ হাজার টাকায় পাচ্ছেন মাননসই ডিজাইনের সাথে আকর্ষণীয় লুক, যা ফোনটিতে এনেছে নতুনত্ব।
শাওমি রেডমি ৭ স্পেসিফিকেশন
- স্ক্রিনঃ ৬.২৬ ইঞ্চি (৭২০ x ১৫২০পি, ২৬৯ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস, ছোট্ট ওয়াটার ড্রপ নচ।
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৩২ অক্টাকোর ১৪ ন্যানোমিটার সিপিইউ, এড্রিনো ৫০৬ জিপিইউ।
- র্যামঃ ২জিবি/৩জিবি।
- স্টোরেজঃ ১৬/৩২ জিবি। ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট আছে।
- ক্যামেরাঃ পেছনে ১২ + ২ মেগাপিক্সেল মিলিয়ে মোট ২টি এআই ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (ফেইস আনলক, এআই, বিউটিফাই)।
- ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ, ফাস্ট চার্জিং সুবিধা।
- ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, এমআইইউআই স্কিন।
- সিমঃ ডুয়াল সিম, ফোরজি এলটিই।
- লক-আনলকঃ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (ফোনের পেছনে), ফেইস আনলক।
- অন্যান্যঃ এফএম রেডিও, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি ২.০ প্রভৃতি
- রংঃ কালো, লাল, নীল।
এছাড়া মাত্র ২ হাজার টাকা বাজেট বাড়িয়ে ৩/৩২ ভ্যারিয়েন্টের ফোনটি নিতে পারেন। এতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি র্যম পাবেন।
