ফাইল আপলোড করে প্রতি মাসে আয় করুন $১৫০-২০০ ডলার!


অনলাইন থেকে আয়ের নানা পন্থা থাকলেও আয় আশানুরূপ হয় না। কিছু কিছু কাজ আছে যেগুলো নন-প্রফেশনাল অর্থাৎ এগুলোতে কোনো ক্যারিয়ার নেই। যেমন- ক্লিক করে আয়, মোবাইল অ্যাপের মাধ্যমে আয় ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে আয় করে পেমেন্ট পেলেও মাস শেষে নেট বিল ওঠানো মুশকিল হয়ে যায়। আসলে এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না।

প্রফেশনাল কাজগুলো বিভিন্ন মার্কেটপ্লেসে থাকে। ডাটাএন্ট্রি, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন এর মধ্যে অন্যতম। এছাড়া আরও কাজ রয়েছে যেগুলো করে প্রতি মাসে ভালো একটা ইনকাম করা সম্ভব। কিন্তু এগুলো সবার পক্ষে সম্ভব নয়। কারণ এই কাজগুলো পেতে হলে মাসের পর মাস বিড করে যেতে হয় যেটা অনেকে পারে না।

এখন আসি এর বিকল্প কি আছে। এর বিকল্প পন্থা হিসেবে অ্যাফিলিয়েট মার্কেটিং বেছে নিতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা কাজ আপনার রেফারেন্সে সম্পন্ন হলে সেখান থেকে আপনি একটা প্রফিট পাবেন। আপনি যদি ১টি প্রোডাক্ট (সফটওয়্যার বা অন্য কিছু) আরেক জনকে গ্রহণ করাতে পারেন তাহলেই আপনার ইনকাম।

কোথায় কাজ করবেন

File Upload হচ্ছে এমনই একটি সাইট। এখানে আপনি যে কোনো সফটওয়্যার বা প্রয়োজনীয় ফাইল আপলোড করে ইনকাম করতে পারবেন। আপনার ফাইল বা সফটওয়্যার যদি অন্য কেউ ডাউনলোড করে তবেই আপনার ইনকাম হবে।

কেমন আয় করা যাবে?

Country ভেদে আয় বেশি-কম হয়। এখানে আপনি ১০০০ ডাউনলোডের জন্য $৩-৮ ডলার পর্যন্ত পাবেন। যদি আপনার ফাইল বাংলাদেশ বা এশিয়ার কোনো দেশ থেকে ডাউনলোড হয় তাহলে একটু কম পাবেন, $২.৫০-৩ ডলার পর্যন্ত। আবার আপনার ফাইল যদি আমেরিকা, দুবাই, চীন, জাপান ইত্যাদি ভালো ভালো দেশ থেকে ডাউনলোড হয় তাহলে আপনি $৭-৮ ডলার পর্যন্ত পেতে পারেন।


পেমেন্ট সিস্টেম

সাইটি বিটকয়েন, মাস্টারকার্ড, পারফেক্ট মানি, ওয়েবমানি ও পেপালসহ আরো কয়েক ওয়েতে পেমেন্ট করে থাকে। এখান থেকে আপনি ১০০% পেমেন্ট পাবেন। মিনিমাম $১ ডলার হলেই পেমেন্ট তুলতে পারবেন। ১-২ দিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।