গুগল অ্যাডসেন্সের একটি অ্যাকাউন্ট থাকলে ব্লগিং ও ইউটিউবিংয়ের মাধ্যমে আয় করা যায়। তবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের অধিকারী হওয়া অনেকটা সোনার হরিণ পাওয়ার মতো; কারণ গুগল অ্যাডসেন্সের কিছু নিয়ম ও শর্তাবলি আছে, যেগুলো সম্পন্ন করা অনেকের কাছে প্রায় অসম্ভব বলা চলে।
একটি অ্যাডসেন্স হোস্টেড অ্যাকাউন্ট তৈরির পর ব্যক্তিগত ঠিকানায় গুগল দুবার চিঠি পাঠায়। যতক্ষণ না আপনি চিঠি হাতে পাচ্ছেন, ততক্ষণ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাইড হচ্ছে না। প্রথম ধাপে অ্যাকাউন্টটি যে আপনার, সেটা নিশ্চিত হওয়ার জন্য গুগল একটি চিঠি পাঠাবে। দ্বিতীয় ধাপে যখন উপার্জিত অর্থ তুলতে যাবেন, তখন নিশ্চিত হওয়ার জন্য আরেকবার চিঠি পাঠাবে গুগল।
সমস্যা
গুগলের একটি ফুল ভেরিফাইড অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রস্তুত হতে প্রায় চার থেকে ছয় মাস লেগে যায়। এ সময় অতিবাহিত হলেই যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে, তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় গুগল চিঠি ঠিকই পাঠায়, কিন্তু প্রাপকের কাছে না পৌঁছানোর ফলে অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না। এমনটি হওয়ার অন্যতম কারণ বাসার ঠিকানা সঠিকভাবে না দেওয়া। এছাড়া আরও একটি সমস্যা রয়েছে, যেমন প্রধান সড়ক থেকে ভেতরে বাসা হলে। এক্ষেত্রে ডাকঘরে গিয়ে যোগাযোগ করতে পারেন।
অনেক সময় ডাকঘরে চিঠি ঠিকই আসে, কিন্তু আপনার বাসায় চিঠি পৌঁছায় না। বোঝাই যাচ্ছে, এতে বিস্তর ঝামেলা রয়েছে।
সমাধান
এখন আসি মূল প্রসঙ্গে। গুগল অ্যাডসেন্স পাওয়া অনেকটা ঝামেলার ব্যাপার, তাই অনেকে সবকিছু থাকা সত্ত্বেও এ অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে পারেন না। এর বিকল্প হিসেবে বাংলাদেশি এডনেটওয়ার্ক green-red.com বেছে নিতে পারেন। এটি সম্পূর্ণ বাংলাদেশি একটি ওয়েবসাইট। প্রযুক্তিবিদদের কাছে বেশ পরিচিত এটি।
ওয়েবসাইটির অন্যতম সুবিধা হচ্ছে, খুব বেশি তথ্য দিতে হয় না। এছাড়া মাস্টারকার্ড, ভিসাকার্ড ও বিকাশে পেমেন্ট করে প্রতিষ্ঠানটি। প্রতি মাসে তারা অ্যাড পাবলিশারদের পেমেন্ট করে।
