ইন্টারনেটের ব্যবহার বাড়ায় দিন দিন অনলাইন নির্ভর হয়ে পড়েছে সব কিছু। বর্তমান সময়ে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট দেখা যায়, যেখানে ফার্নিচার থেকে শুরু করে কাঁচা বাজার পর্যন্ত পাওয়া যাচ্ছে। তাই বলার অপেক্ষা রাখে না যে, ৫/৭ বছরের মধ্যে অফলাইনের থেকে অনলাইনই বেশি জনপ্রিয় হয়ে উঠবে।
গুরুত্বপূর্ণ একটি PDF বই : PDF Book Download Link
পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট বানাতে বইটি ডাউনলো করে নিন
তাই কোন পথে যাবেন সেটা এখনই ঠিক করা উচিত। ভবিষ্যৎ পরিকল্পনা করে নিজের পেশা বেছে নিন। কারণ প্রযুক্তির উন্নতির ফলে পেশাও পরিবর্তনশীল!
আমরা সকলেই প্রত্যাশা করি মানসম্মত ভালো একটি চাকরি। টাকার পাশাপাশি স্মার্ট ক্যারিয়ার খুজে সবাই। তো এবার মূল কথায় আসি।
বর্তমান সময়ের আকর্ষণীয় পেশা হিসেবে ওয়েব ডিজাইন অন্যতম। একজন ওয়েব ডিজাইনারের মাসিক আয় ৫০ হাজার থেকে আড়াই লাখ টাকা হয়ে থাকে।
ওয়েব ডিজাইনের বেসিক
ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইট তৈরি করা এবং ডিজাইন করা। ওয়েব ডিজাইন দুই ধরণের-
- ওয়েব ডিজাইন
- ওয়েব ডেভলপমেন্ট
এক কথায় বলতে গেলে, ওয়েব ডিজাইন হচ্ছে একটি বাড়ির রঙ করা আর ওয়েব ডেভলপমেন্ট হচ্ছে বাড়ির ভীত তৈরি করা। অর্থাৎ একটি বাড়ি তৈরি করতে গেলে প্রথমে রড-সিমেন্ট দিয়ে ভীত তৈরি করতে হয়।
ওয়েব ডেভলপমেন্টকে একটি কোডিংয়ের সাগরও বলা যেতে পারে। অসংখ্য কোডিংয়ের সমন্বয়ে একটি সাইট গঠিত হয়। তাই ওয়েব ডেভলপমেন্ট শেখা সময়ের ব্যাপার। আর ওয়েব ডিজাইন বেসিক কিছু কোডিংয়ের সমন্বয়ে আপনি একটি ওয়েব সাইট ডিজাইন করতে পারবেন। এজন্য কিছু বেসিক কোডিং শিখতে হবে।
ওয়েবসাইটে কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়। যেমন : HTML, CSS, Javascript ও PHP ইত্যাদি।
w3schools
www.w3schools.com হচ্ছে একটি ই-স্কুল। এখান থেকে ওয়েবসাইট ডিজাইন ও ডেভলপমেন্টসহ ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো শিখতে পারবেন।
ওয়েবসাইটে ব্যবহৃত কোডিংসহ সম্পূর্ণ একটি ওয়েবসাইট তৈরির পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পাবেন। পর্যায়ক্রমিকভাবে শিখে নিতে পারবেন একটি ওয়েবসাইট তৈরি করা এবং সেটি ডেভলপমেন্ট করা।

0 মন্তব্যসমূহ