নিরাপদ ও নিশ্চিন্তে ডলার ক্রয়-বিক্রয় করুন | Online Dollar Buy Sell & Exchange


আসসালামু আলাইকুম

আজ আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে আপনার উপার্জিত অর্থ অনলাইন থেকে সহজেই বিকাশ কিংবা রকেটে নিবেন।Fast BD Wallet এই সাইটি মূলত লডার ক্রয়-বিক্রয় করে থাকে। আপনার যদি অনলাইনে ডলারের প্রয়োজন পরে তাহলে এখান থেকে ক্রয় করতে পারবেন। আর যদি আপনার কাছে ডলার থেকে থাকে, তবে এখানে বিক্রি করে আপনি আপনার অর্থ বিকাশ কিংবা রকেটে নিতে পারবেন।

এছাড়াও সাইটটি থেকে ডলার এক্সচেঞ্জ করতেও পারবেন। যেমন: পারফেক্ট মানি থেকে নেটেলারে বা বিটকয়েন থেকে পারফেক্ট মানিতে।আমি এই সাইটের মাধ্যমে ডলার ক্রয়-বিক্রয় করি। অন্যান্য সাইটের তুলনায় মোটামুটি ভালো ১০-১৫ মিনিট সময় লাগে, এর মধ্যেই পেমেন্ট করে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ