এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর থেকে | SSC Exam Routine 2022

ssc exams,board exams,ssc exams kerala,ssc exams details,what is ssc chsl exam?,how to study for ssc exams,exam,ssc chsl (10+2) exams pattern,ssc exam,psc exam,hsc exam,exam tips,exam time,reet exam,ssc je exam,what is the combined higher secondary level exam?,ssc cgl exam,exam cencle,ssc exam 2022,ssc exam date,2022 exam ssc,ssc exam scam,examination,ssc examinee,bd board exam,ssc exam hall,lekhpal exam,what is ssc exam

২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তত্ত¡ীয় পরীক্ষা ১ অক্টোবর শেষ হবে এবং ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার এ রুটিন প্রকাশ করা হয়।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। তবে বিকালে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না।

পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

হিন্দু ধর্মের দুর্গাপূজা শুরু হওয়ার আগেই এসএসসি পরীক্ষার তাত্তি¡ক অংশ এবার মাত্র ১৬ দিনেই শেষ করা হবে। 

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।



আরও পড়ুন...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ