ওয়েবসাইটে পাঠক বা ভিজিটর না আসার নানান কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মানসম্মত পোস্ট বা লেখা না থাকা। পাঠক যদি ভালো কিছু না-ই পায় তাহলে পাঠক কেন আপনার সাইটে প্রবেশ করবে? এখন প্রশ্ন করতে পারেন আপনি মোটামুটি ভালো পোস্ট দিচ্ছেন তারপরও ভিজিটর নেই। তাহলে বলবো আপনি অন্য রাস্তা ধরেন, যেখান থেকে আপনি ফ্রিতে ভিজিটর পাবেন।
এর আগে একটু সংক্ষেপে বলে নিই। সাইটের প্রচার ও প্রসার করতে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত।
- সাইটের থিম ডিজাইনটা অবশ্যই টপিক রিলেটেড হতে হবে। অর্থাৎ আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন তাহলে নিউজ থিম ব্যবহার করুন।
- আপনার ওয়েবসাইটের সাথে যায়-এমন কিছু সুন্দর কিওয়ার্ড বাছাই করে সাইটে ট্যাগ হিসেবে ব্যবহার করুন। এগুলো 'এসইও' হিসেবে কাজ করবে।
- যখন নতুন পোস্ট দিবেন তখন ভালো করে দেখে নিন, সবকিছু ঠিক আছে কিনা। পোস্টের হেডিং 'লেভেল' বা 'ট্যাগ'-এ যুক্ত করে দিন, এতে আপনার হেডিং রিলেটিভ যতো সার্চ হবে সেখানে আপনার পোস্ট গুগল সাজেস্ট করবে।
- মনে রাখতে হবে, ভিজিটর পাওয়ার জন্য ভালো পোস্ট দিতে হবে। আপনার ব্লগ বা সাইটে যদি ভালো কোনো পোস্ট পায় তাহলে পরবর্তীতে ভিজিটর আপনার সাইটে আবারও আসবে। অতএব মানসম্মত লেখার বিকল্প নেই।
- সোস্যাল সাইটে মার্কেটিং করুন। আপনার সাইট যদি নতুন হয়, তবে প্রথমে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সাইটে নতুন লেখা পোস্ট করে বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করতে হবে। এজন্য ফেসবুক, টুইটার ও গুগল প্লাস বেছে নিতে পারেন।
এখন আসি শেষ কথায়, অনলাইনে ফেইক পন্থায় নানান কিছু পাবেন। কিন্তু লাভ নেই, কারণ ব্যতিক্রম কিছুর দাম আছে। আপনি ভালো কিছু পোস্ট না করেই যদি বলেন আপনার সাইটে ভিজিটর নেই তাহলে কিছু বলার নেই।
তবে আজ আপনাদের একটি সাইটের কথা বলবো। যেখান থেকে আপনি তাদের একটি সফটওয়্যার ওপেন রেখে আনলিমিটেড ভিজিটর পাবেন অনায়াসে।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে
তারপর এই লিংকে ক্লিক করার পর যে ওয়েবসাইট আসবে সেখানে রেজিস্ট্রেশন করুন এবং সফটওয়্যারটি ওপেন করে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। ব্যাস আপনার কাজ শেষ এখন সফটওয়্যারটি নিজে নিজে পেজ ভিউ করা শুরু করবে। ওখান থেকে যে মিনিট ভিউ হবে তা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট বুস্ট করতে পারবেন। ওয়েবসাইটটিতে গিয়ে আপনাকে আপনার সাইটের ইউআরএল লিংক দিতে হবে। তারপর আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতে শুরু করবে।
