২০১৮ সালের সেরা ইনভেস্টমেন্ট সাইট (পেমেন্ট প্রুফসহ)



আমরা অনেকেই ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করতে ভয় পাই। কারণ এই সাইটগুলো বেশি দিন স্থায়ী হয় না। প্রথম দিকে পেমেন্ট দিয়ে হঠাৎ উধাও হয়ে যায়। ফলে প্রথমে যারা ইনভেস্ট করে তারা লাভবান হলেও পরে যারা ইনভেস্ট করে তাদের টাকা মার যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আজ বেস্ট ইনভেস্টমেন্টের সাইটের সাথে পরিচয় করি দিবো। নিচের বিষয়গুলো মেনে ইনভেস্ট করলে আপনার ইনভেস্ট বিফলে যাবে না।

আপনি যদি ইনভেস্ট করে আয় করতে চান বা লাভবান হতে চান তাহলে আপনাকে ২টা বিষয় মাথায় রাখতে হবে।

১) সাইট লন্স করার পরপরই ইনভেস্ট করুন
২) কম সময়ের জন্য ইনভেস্ট করুন

যেই সাইটগুলো ১/২ দিনের প্যাকেজ নিয়ে কাজ করে সেই সাইটে ইনভেস্ট করুন। এতে ১/২ দিনেই প্রফিটসহ আপনার পুঁজি উঠে আসবে। আর যদি দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করেন তাহলে লস করার সম্ভাবনা থাকে। ধরুন, একটা সাইট লন্স হলো। আপনি ৩০ দিনের জন্য ইনভেস্ট করলেন, এমনকি প্রতিদিন পেমেন্টও দিয়ে যাচ্ছে। হঠাৎ করে ১৫ দিনের মাথায় সাইটটি স্ক্যাম করলো, তখন আপনি প্রফিট তো দূরের কথা মূল পুঁজিও উঠাতে পারবেন না।

Seven BitCoin ৫০ ঘন্টার প্যাকেজ নিয়ে কাজ করে। আপনি যদি ৫০ ঘন্টার জন্য ইনভেস্ট করেন তাহলে ৫০ ঘণ্টা পর ৫% প্রফিটসহ আপনাকে রিটার্ন দিবে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় আপনার প্রফিট চলে আসবে।

এখানে আপনার ইনভেস্টমেন্ট অনেকটা নিরাপদ। এছাড়াও সাইটটি খুবই বিশ্বস্ত ইউএসের অনুমোদনপ্রাপ্ত।

মনে রাখবেন, যে সাইটগুলো কম প্রফিট দেয় সেগুলো স্থায়ী হয় বেশি দিন। আবার অনেক সাইট হুট করে এসে অনেক প্রফিট দিয়ে ১০/১৫ দিনের মাথায় বন্ধ হয়ে যায়।


একাউন্ট খোলা, ডিপোজিট ও পেমেন্ট প্রুফসহ ভিডিও দেখে নিতে পারেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ