টাইটেল দেখে কি ভাবছেন, এটা গাজাখুরি পোস্ট? না এটা কোনো গাজাখুরি পোস্ট না। এটা সম্ভব, আপনিও পারবেন। আমরা যারা সারা দিন অনলাইনে সময় কাটাই। তারা এই টেকনিকটি ব্যবহার করে ইনকামের দরজাও খুলে নিতে পারি।
আমি বেশি কথা বলতে চাচ্ছি না। প্রতিদিন আমরা গুগলে প্রচুর সার্চ করে থাকি। ভাবুন তো একবার, যদি এই ব্রাউজারের মাধ্যমে আয় করা যেত, তাহলে আপনি কতো টাকা আয় করতে পারতেন...। বলতে গেলে সারাদিনই আমাদের ব্রাউজার ওপেন থাকে। আর ব্রাউজার হিসেবে বেশির ভাগ মানুষ গুগল-ক্রোম ব্যবহার করে থাকি।
এখন আমি আপনাদের যে ব্রাউজারের কতা বলবো সেটি হচ্ছে- ক্রিপ্টো ট্যাব। আপনার প্রতি অনুরোধ, পোস্টটি Skip করবেন না, আপনি হয়তো এর কথা আগেও শুনেছেন। তবে আমি যে পদ্ধতির কথা বলবো এর মাধ্যমে আয় হবেই। আপনি যদি একটু কৌশলী হন, তাহলে প্রতি মাসে ৪০০-৬০০ ডলার আয় করা সম্ভব।
সাইট লিংক : Crypto Tab Browser
প্রথমেই এই লিংকে গিয়ে ব্রাউজারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ব্যস কাজ শেষ। গুগল ক্রোমকে Default Browser হিসেবে ব্যবহার না করে Crypto Browser কে Default Browser হিসেবে ব্যবহার করুন। ইনস্টল করার সাথে সাথে গুগল ক্রমের ব্রাউজিং ডাটাগুলো অটোমেটিক Crypto Browser এ এড হয়ে যাবে।
প্রথমে ইমেইল দিয়ে লগইন করে নিন। সাইটটি বিটকয়েনে পেমেন্ট করে। মিনিমাম ১ হাজার সাতোসি হলেই ৬ থেকে ১২ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেয়।
কিভাবে হাজার ডলার ইনকাম করা সম্ভব?
এটি একটি বিশ্বস্ত সাইট। আপনি যদি হাজার ডলারের বেশিও আয় করতে পারেন তাহলে সাইটি আপনাকে পেমেন্ট দিবে। কারণ আপনাকে দিয়ে একটি কাজ করিয়ে তারা আপনাকে পেমেন্ট দিচ্ছে। অতএব তাদের পকেট থেকে যাচ্ছে না।
এখন আসুন, কতো টাকা উপার্জন করা যাবে সে বিষয়ে।
এই সাইটের বড় সুবিধা হচ্ছে ১০ লেভেল পর্যন্ত আনিং সুবিধা। অর্থাৎ আপনি যদি ৫ জনকে রেফার করেন সেটা আপনার রেফারেল লেভেন-১। আবার সেই ৫ জন যদি আরো ৫ জন করে রেফার করেন অর্থাৎ ৫x৫ = ২৫ জন, এটা রেফারেল লেভেল-২। এভাবে ১০ লেভেল পর্যন্ত আর্নিং পাওয়া যাবে।
মনে করুন আপনার আপলাইনে মাত্র ২জন একটিভ রেফারেল রয়েছে, আবার তাদের আপলাইনে আরোও ২জন করে। তাহলে নিচের একটি ছক দেখে নেয়া যাক....
তাহলে মোট রেফারেল ১০২৪। প্রতি রেফারেল মাসে ১ ডলার আয় করলে প্রতি রেফার থেকে আপনি ০.১০ সেন্ট করে পাবেন। অর্থাৎ ১০২৪x০.১০ সেন্ট = ১০২.৪ ডলার মাসিক ইনকাম। তো বুঝতেই পারছেন কি পরিমাণ আয় করা সম্ভব!
যদি ৫ জন করে ধরা হয় তাহলে মোট রেফারেল ৯৭,৬৫,৬২৫ রেফালে x ০.১০ সেন্ট = ৯,৭৬,৫৬২ ডলার।
অনলাইনে আর্নিং সম্পর্কিত পোস্টগুলো পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।


0 মন্তব্যসমূহ